আজ থেকে শুক্রবারে মেট্রোরেল চলাচলের সময় বাড়লো

  • আপলোড টাইম : ০১:২৭ এএম, রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

শুক্রবারে মেট্রোরেল চলাচলে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

এখন থেকে রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল শুক্রবারে চলাচল শুরু হবে বিকেল সাড়ে ৩টার পরিবর্তে বিকেল ৩টায়।

বুধবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-ব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত করা নতুন সময়সূচি জানানো হয়।

নতুন সময়সূচিতে জানানো হয়, ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার দুপুর সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে মেট্রো চলাচল করবে। সে হিসেবে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন দুপুর ৩টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।

অন্যদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকেল ৩টা ২০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। উভয় দিকের চলাচলে প্রতি ট্রেনের মধ্যে বিরতি থাকবে ১০ মিনিট।

ফলে ছুটির দিনে শুক্রবারে মেট্রোরেল চলাচলের সময় আধঘন্টা বাড়ল। নতুন এই সময়সূচি কার্যকর হবে আজ শুক্রবার ১৭ জানুয়ারি থেকে।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশন থেকে দুপুর ৩টা ৫ মিনিটে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। একই সঙ্গে র‌্যাপিড পাস কেনা এবং এমআরটি বা র‌্যাপিড পাসে টাকা প্রবেশ করানো যাবে।

মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech