আ.লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল

  • আপলোড টাইম : ১০:৫৪ পিএম, সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা ও দেশব্যাপী নৈরাজ্য, অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

রবিবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল পরবর্তী সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, গণঅভ্যুত্থানের ছয় মাস পার হতে না হতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। যতদিন এদের বিচার সম্পন্ন না হবে, ততদিন রাজপথে আমাদের আন্দোলন চলবে।

মিছিলে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল। নেতারা ঘোষণা দিয়েছেন, তাদের দাবির ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

এসময় আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন, যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি, তালার ছাত্র প্রতিনিধি ফুল, জাতীয় নাগরিক কমিটির সদস্য ইলিয়াস হোসেন প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech