কলেজছাত্র মিনহাজ হত্যা মামলায় ৬ জন রিমান্ডে

  • আপলোড টাইম : ০৭:৫৪ পিএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা মামলায় ছয় আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে হাজির করে পুলিশ। এরপর প্রত্যেকের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও)।

অন্যদিকে আসামিদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামি মো. মাহফুজ সরকার ওরফে কিং মাহফুজের (২২) পাঁচদিন এবং অন্য আসামি মো. জাহিদুল ভূঁইয়া শাওন (২৭), মো. সাব্বির সরকার (১৮), মো. আশিক (২২), মো. কাওছার মিয়া (২৩) ও শাহ আলমের (২৪) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ৩১ জানুয়ারি পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত মিনহাজ যাত্রাবাড়ীর দনিয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২৬ জানুয়ারি দনিয়া কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মিনহাজের সঙ্গে মাহফুজ ওরফে কিং মাহফুজসহ অন্য আসামিদের তর্ক হয়। পরে ২৮ জানুয়ারি বিকেলে মিনহাজ ও তার বন্ধু আহাদ দনিয়া কলেজের সামনে গেলে সেখানে কিং মাহফুজসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সুইচ গিয়ার, চাকু, চাপাতি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মিনহাজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত মিনহাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মিনহাজের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ‘কিং মাহফুজ’সহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech