চ্যাম্পিয়নস ট্রফি : নিয়ম রক্ষার ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত – শূন্য হাতেই অভিযান শেষ হলো বাংলাদেশের

  • আপলোড টাইম : ০৯:৩০ পিএম, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

।।বিকে স্পোর্টস।।

শূন্য হাতেই চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শেষ হয়েছে বাংলাদেশের।

বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে আনুষ্ঠানিকভাবে শেষ হয় বাংলাদেশের পথচলা।  

শুরেতই আশংকা ছিল এবং শেষ পর্যন্ত বৃষ্টিই জিতল। বাংলাদেশ–পাকিস্তানের নিয়মরক্ষার ম্যাচে টসও হতে দিল না রাওয়ালপিন্ডির ঝুম বৃষ্টি।

বৃষ্টির বাধায় এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন ম্যাচের কর্মকর্তারা। ফলে এক পয়েন্ট করে ভাগাভাগি করেছে দুই দল। যদিও এই পয়েন্ট ভাগাভাগিতে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় কোনো প্রভাবই ফেলতে পারছে না। তবুও নেট রান রেটে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপে পাকিস্তানকে পেছনে ফেলে তৃতীয় হয়েছে টাইগাররা।

আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় এই গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল। একই সঙ্গে পাকিস্তানকে নিয়ে ছিটকে যায় বাংলাদেশ।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও এক পয়েন্ট পেয়েছে টাইগাররা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech