চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ে টিম বাংলাদেশ

  • আপলোড টাইম : ১১:৫৪ এএম, রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

।।বিকে স্পোর্টস রিপোর্ট।।
মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠছে চলতি মাসের ১৯ তারিখে।

১৪ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১টায় দুবাই গেছেন শান্ত, মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজ, মোস্তাফিজরা। দলের সঙ্গে গিয়েছেন কোচিং স্টাফ ক্রিকেটাররা সবাই।

দুবাইয়ে আগামীকার সোমবার ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আমিরাতে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ ঠিক পরেরদিন ভারতের বিপক্ষে দুবাইতে।

তারপর গ্রুপের অপর দুই খেলায় টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর স্বাগতিক পাকিস্তান। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে পরের দুটি ম্যাচ। ওই দুই ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

আসন্ন এই আসরকে সামনে রেখে ইতোমধ্যে দলগুলো তাদের শেষ সময়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশ দলও পিছিয়ে নেই। রাত পর্যন্ত চলেছে জাতীয় দলের রুদ্ধদ্বার অনুশীলন।

দেশ ছাড়ার আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আনুষ্ঠানিক ফটোসেশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্য।

ফটোসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লক্ষ্য নিয়ে তিনি বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’

একইসঙ্গে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে শান্ত বলেন, আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।

অপর দিকে দলের বাইরে থাকা দুই পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদও দুবাইয়ের বিমান ধরবেন আজকে। হাসান এবং খালেদের গন্তব্য দুবাই পর্যন্ত। দলীয় অনুশীলনে বাড়তি অপশন যোগ করার লক্ষ্যেই তাদের উড়িয়ে নেয়া হচ্ছে বলে জানা গেছে। পরে ২০ ফেব্রুয়ারি দুবাই থেকে এই দুই ক্রিকেটার আবারও ঢাকায় পা রাখবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech