দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের পিএস গ্রেফতার

  • আপলোড টাইম : ১০:১১ পিএম, বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার হলেন সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টিকিট চেকিংয়ের সময় তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাতে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইন-শৃঙ্খলা বাহিনী। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি।

রেজাউল করীম মল্লিক বলেন, দেশে ছেড়ে পালানোর সময় শেখ হেলালের পিএস মুরাদকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডের জন্য বিপুল অর্থের যোগান দেন তিনি।

তিনি বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি সূত্র বলছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুরাদ। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকতো। টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক বনে যান মুরাদ।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র হত্যায় বিপুল অর্থের যোগান দেন বলে জানা গেছে। 

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech