নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : নারী-শিশুসহ দগ্ধ ৮

  • আপলোড টাইম : ১১:০৯ এএম, সোমবার, ৩ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নারায়ণগঞ্জের চাষাড়ার ২ নং ঢাকেশ্বরী এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন।

সোমবার ৩ মার্চ ভোর রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে স্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সোমাইয়া (দেড় বছর ) ও নুরজাহান (৩৫)। আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা তিনি জানাননি।

জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech