।।বিকে রিপোর্ট।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার ২৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এসময় দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বৈঠকের বিষয়টি জানিয়েছেন।
এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে সংগঠনের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে দেওয়া আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ২৫ ফেব্রুয়ারির ঘোষিত গণ- অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে দলটি।
কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ–অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।
জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জামায়াতের আমির শফিকুর রহমানের স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।