বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন: বর্তমান নাম যমুনা সেতু ও কর্ণফুলি টানেল

  • আপলোড টাইম : ০৯:৫০ পিএম, বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেলের নাম পরিবর্তন করে যথাক্রমে ‘যমুনা সেতু’ এবং ‌‘কর্ণফুলী টানেল’ রাখা হয়েছে।

বুধবার ২৬ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সেতু বিভাগের যুগ্ম সচিব মো. তবিবুর রহমান তবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে “যমুনা সেতু” এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে “কর্ণফুলী টানেল” করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২৩ জুন চালু হয় যমুনা নদীর ওপর নির্মিত ৪.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি। এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল ২০২৩ সালের অক্টোবরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

যমুনা নদীর উপর নির্মিত এই সেতুকে অনেকে যমুনা সেতু বলেন। প্রথমদিকে গুগল ম্যাপেও এই সেতুর নাম যমুনা সেতু লেখা ছিল। পরে গুগল ম্যাপে এটিকে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়।

অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ২০২৩ সালের ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech