বঙ্গোপসাগরে ৫.১ মাত্রার ভূমিকম্প : কেঁপে উঠেছে কলকাতা অনুভূত হলো ঢাকাতেও

  • আপলোড টাইম : ০৯:৫৮ এএম, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বঙ্গোপসাগরে সৃষ্ট ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা।

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ১০ মিনিটে (ভারতীয় সময়) ভূমিকম্পটি অনুভূত হয় এবং এর কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে। খবর এনডিটিভি ও লাইভ মিন্টের।

এদিকে, কলকাতা, ওড়িশা ও পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া ঢাকাতেও এ হালকা কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আনন্দবাজারের খবরে বলা হয়, ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আজ সকাল ৬টা ১০ নাগাদ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগর এবং ৯১ কিলোমিটার গভীরে। জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন অঞ্চলে কম্পন অনূভূত হয়েছে। বাংলাদেশেও পশ্চিম প্রান্তের উপকূলের কিছু অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, গত মাসে তিব্বতে নেপাল সীমান্তের কাছে তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। ওই কম্পন টের পাওয়া গিয়েছিল শিলিগুড়ি, সিকিম এবং উত্তর ভারতের কিছু অঞ্চলেও।

অপরদিকে, বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ সময় ৬টা ৪০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ৫৩২ কিলোমিটার এবং রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech