বিদেশি কোনো শক্তি নয়, ছাত্র-জনতার আন্দোলনেই হাসিনার পতন হয়েছে: প্রিন্স

  • আপলোড টাইম : ১১:৪৯ এএম, শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ভারতের বোঝা উচিত, বাংলাদেশে হাসিনা ও আওয়ামী যুগের অবসান হয়েছে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে । বিদেশি কোনো শক্তি নয়, ছাত্র-জনতার তীব্র আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। হাসিনাকে পুনর্বাসনে বৃহৎ শক্তির কাছে ধর্ণা দিয়ে লাভ নেই। হাসিনা ও আওয়ামী লীগের চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজড- বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ময়মনসিংহের হলুয়াঘাটের সীমান্তে অজকিপাড়ায় গারো ব্যাপিস্ট কনভেনশন বাংলাদেশের ১৩৪তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ক্ষ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে জনগণ পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে আত্ম-নিয়ন্ত্রনের অধিকার প্রতিষ্ঠা করেছে অন্য কোনো দেশের আধিপত্য ও নিয়ন্ত্রন মেনে নেওয়ার জন্য নয়।

গারো সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, একটি মহল বিএনপিকে নিয়ে উদ্দেশ্যমুলক অপপ্রচার করেছে। বিএনপি নির্দিষ্ট কোনো ধর্ম বা গোষ্ঠির দল নয়। বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির।

বিএনপি মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতি করে না। বিএনপি ধর্মীয় স্বাধীনতা, মূল্যবোধ, মানবিকতা ও সম্প্রীতির এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাসী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামত করে নতুন বাংলাদেশ গড়ে তুলবে ।

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে রাস্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে নৃগোষ্টী উন্নয়নে পৃথক অধিদপ্তর গঠন করবে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গারো ব্যাপিস্ট কনভেনশন বাংলাদেশ এর সভাপতি সমরেন্দ্র রিচিল। এতে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের ডিআইজি প্রলয় চিশিম, জিবিসির ভাইস প্রেসিডেন্ট সুবন্ত রখো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech