বৃষ্টির দিনে ব্যাগে জরুরী জিনিসগুলো রাখছেন তো?

  • আপলোড টাইম : ০৯:২৯ পিএম, শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

আজি ঝরঝর বাদল মূখর দিনে-
বর্ষা বিলাসে দারুন লাগলেও, কর্ম-জীবনে তার সুযোগ কম। তাই বর্ষায় ও জীবনের প্রয়োজনের ছুটতে হয় কর্ম স্থলে, শিক্ষাঙ্গনে বা সামাজিক আয়োজনে। সেই চলার পথে বৃষ্টির দিনে ব্যাগে জরুরী জিনিসটি রাখছেন তো?

বর্ষার এই সময় যেকোনো মুহূর্তে বৃষ্টির কবলে পরতে হচ্ছে। পুরুষ হোক কিংবা নারী, উভয়ই নিজেদের ব্যাগে এই প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারেন। যেটি আপনাদের বৃষ্টির এই মৌসুমে কাজে আসবে।

আপনি ব্যাগে কি রাখবেন তা পরিবেশ ও আবহাওয়া অনুযায়ী নির্বাচন করা জরুরি। তাই বর্ষা ভেবে অতিরিক্ত জিনিস সঙ্গে নিতে হবে এমন মনে করার কিছু নেই। পরিমিত ও সঠিক জিনিস সঙ্গে রাখুন।

এই সময় যেটি ব্যাগে রাখবেনঃ

১. বর্তমানে ছোট আকারের অনেক আকর্ষণীয় ছাতা পাওয়া যায়। যেটি আপনি কোন ঝামেলা ছাড়াই ব্যাগে বহন করতে পারবেন।

২. যারা ছাতা সঙ্গে করে রাখতে ঝামেলা বোধ করেন তারা রেইনকোট রাখতে পারেন।

৩. ব্যাগে বেশ কয়েকটি প্লাস্টিকের জিপলক পাউচ রাখতে পারেন। এতে বৃষ্টির সময় বাইরে থাকলেও মোবাইল ফোন, চার্জার, ওষুধ বা টাকা পয়সার মতো দরকারি জিনিসগুলো সুরক্ষিত রাখা যাবে।

৪. ব্যাগে ছোট তোয়ালে রাখুন। বৃষ্টিতে চুল বা শরীর ভিজে গেলে চট করে মুছে নিতে পারবেন। এমন তোয়ালে বেছে নিন, যা সহজে পানি শোষণ করে সহজে শুকিয়ে যাবে।

৫. সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় ওষুধ। বর্ষাকালে বাইরের পানি খাওয়ার পর পেটে গোলমাল হওয়ার ঝুঁকি বেশি থাকে। এ জন্য ওষুধ রাখতে হবে বিশেষভাবে।

৬. বর্ষায় ঘুরতে গেলে ওয়াটারপ্রুফ জুতা ব্যবহার করুন। ভেজা জুতা দীর্ঘক্ষণ পরলে জ্বর-ঠান্ডার আশঙ্কার পাশাপাশি সংক্রমণের ঝুঁকি বাড়ে। সম্ভব হলে এক জোড়া বাড়তি জুতা সঙ্গে রাখা ভালো।

৭. সঙ্গে রাখুন স্যানিটাইজার। বর্ষায় বিভিন্ন রোগ ও সংক্রমণ– দুটিই বেশি হয়। তাই নিজের পরিচ্ছন্নতায় মনোযোগ দিতে হবে। ব্যাগের এমন জায়গায় স্যানিটাইজার রাখতে হবে যেন সহজে বারবার ব্যবহার করা যায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech