যেমন গেল একাদশতম দিনের বই মেলা

  • আপলোড টাইম : ০৯:৫০ পিএম, বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

।।মো. আকরাম হোসেন।।

চলছে অমর একুশে বইমেলা ২০২৫। গতকাল ছিল মেলার একাদশতম দিন।

অন্যান্য সাধারণ দিনের চেয়ে আজ মেলায় ভিড় ছিল অনেকটাই বেশি। কেউ একাকী, কেউ বন্ধু বান্ধব সহযোগে কেউবা পরিবার নিয়ে এসেছেন প্রাণের বইমেলায়। স্টলে স্টলে ঘুরে বিভিন্ন স্টলে ভিড় করা পাঠকের সাথে কথা বলেছেন এই প্রতিবেদক। জেনেছেন তারা কী কী বই কিনেছেন এবং তাদের পছন্দের বিষয়বস্তু কী। কথা হয়েছে বিক্রয়কর্মীদের সঙ্গেও।

নব প্রকাশনীর সামনে দেখা হয় দশম শ্রেণির ছাত্রী ফারদিয়া ইসলাম মেধার সঙ্গে। কী বই কিনছে জানতে চাইলে সে বলে, হুমায়ূন আহমেদ স্যারের ‘শুভ্র গেছে বনে’ কিনেছি।

আগেও হুমায়ূন আহমেদের কোনো বই পড়া হয়েছে কিনা জানতে চাইলে সে জানায়, অনেক বই পড়া হয়েছে। যেমনঃ গৌরীপুর জংশন, দারুচিনি দ্বীপ, মেঘের ওপর বাড়ি।

কোন ধরনের বই পছন্দ এ প্রশ্নে মেধা জানান, থ্রিলার ও ভৌতিক গল্প তার পছন্দ।

মেলার ৮২০-২১ নং স্টলের বিক্রয় প্রতিনিধি আদনান আহম্মেদের সাথে কথা হয় এই প্রতিবেদকের। মেলায় কোন ধরনের বই বিক্রি বেশি হচ্ছে- এ প্রশ্নে আদনান আহমেদ জানান, আমাদের স্টল হচ্ছে ‘বাংলার প্রকাশন’। এখানে সব ধরনের বই পাওয়া যায়। তবে বেশি বিক্রি হচ্ছে উপন্যাস।

কার বই বিক্রি বেশি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, অনেক লেখকের বই আছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে রাজিব হোসেন সরকারের বই। এছাড়াও আরো অনেকের বই বিক্রি হচ্ছে।

মেলা নিয়ে প্রত্যাশা কেমন জানতে চাইলে তিনি বলেন, ভালোই চলেছে। আশা করছি আসছে শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনগুলোতে মেলা আরো জমবে। ১৫ তারিখ থেকে শুক্র ও শনিবারে মতোই ভিড় হবে।

কোন বিষয়বস্তুর বই বেশি চলে প্রশ্নে তিনি জানান, ক্রাইম, থ্রিলার ও বুদ্ধিভিত্তিক বইগুলো বেশি চলছে।

ছবি: বিকে

বইমেলায় শিশু চত্বরেও বেশ ভিড় দেখা গেছে।  শিশুরা উৎসবমুখর পরিবেশে বই কিনছে। কথা হয় হুল্লোড় প্রকাশনীর এক বিক্রয় প্রতিনিধির সঙ্গে। কী ধরনের বই বাচ্চারা পছন্দ করছে এ প্রশ্নে তিনি বলেন, হরর ও কার্টুন টাইপ গল্প বেশি নিচ্ছে বাচ্চারা।

বিক্রি কেমন জানতে চাইলে তিনি একটু হতাশা ব্যক্ত করেন। বলেন, অনেকে শুধু ঘুরতে আসে। বন্ধের দিনগুলোতে বিক্রি বেশি হয়।

জানা গেছে, বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। সব মিলিয়ে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের বইমেলায়।  সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায় প্রায় ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবং শিশু চত্বরে এবার ৭৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ১২০টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

বইমেলার ১১তম দিনে মোট নতুন বই এসেছে ৯১টি। এখন পর্যন্ত বইমেলার সর্বমোট বই এসেছে ৮২৮টি। আজ মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত।

আজ বুধবার বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘গণ-অভ্যুত্থান ২০২৪-এর কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ফরহাদ মজহারের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করবেন হাসান রোবায়েত। আলোচনায় অংশগ্রহণ করবেন মঈন জালাল চৌধুরী এবং আশফাক নিপুণ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech