যেমন ছিল বইমেলার ১৮ তম দিন

  • আপলোড টাইম : ১১:৪৯ এএম, বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
অমর একুশে বইমেলার ১৮তম দিন শেষ হলো গতকাল। এদিন পর্যন্ত মেলায় নতুন বই এসেছে ১ হাজার ৭২৩টি।  

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বইমেলার তথ্যকেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়াও আজ মেলায় ৭৯টি নতুন বই এসেছে। এর মধ্যে ২৩টি কবিতা ও ১৬টি উপন্যাসের বই রয়েছে।

প্রতিনিয়ত নতুন নতুন বই এলেও পুরাতন বইয়ের প্রতি আগ্রহ বেশি পাঠকদের। এ জন্য পুরাতন বই বিক্রি হচ্ছে বেশি বলে জানালেন বিক্রেতারা।

কথা প্রকাশ প্রকাশনীর ইনচার্জ ইউনুস বলেন, এবারের বইমেলায় আমাদের প্রকাশনী থেকে ৮৫টি নতুন বই বের হয়েছে। এসব বইয়ের মধ্যে প্রবন্ধ ও গবেষণার বই সবচেয়ে বেশি। এছাড়া গল্প-উপন্যাসের বইও এসেছে। তবে এবার নতুন বইয়ের চেয়ে পুরাতন বইয়ের প্রতি আগ্রহ বেশি পাঠকদের।

আদর্শ প্রকাশনীর ফারহাজ বলেন, এবার আমাদের প্রায় ১১৫টি নতুন বই এসেছে। এর মধ্যে উপন্যাস ও প্রবন্ধ বেশি। কবিতা ও সায়েন্স-ফিকশন বইও রয়েছে। এছাড়া জুলাই নিয়ে একাধিক বই প্রকাশ করা হয়েছে। নতুন বইয়ের মধ্যে জুলাই সংক্রান্ত কয়েকটি বই ভালো বিক্রি হচ্ছে। আর এমনিতে পুরাতন বইয়ের বিক্রি বেশি।

ঐতিহ্য প্রকাশনীর আব্দুল্লাহ আল নাঈম আরাফ বলেন, আমাদের ৩০০টির বেশি বই প্রকাশিত হয়েছে। কবিতা, অনুবাদ ও রচনাবলির ওপরে বই এবং উপন্যাস বেশি প্রকাশ হয়েছে। নতুন বই বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, যারা মূল পাঠক তারা নতুন বই সম্পর্কে খোঁজ-খবর রাখেন। ফলে তারা এসে নতুন বই খোঁজেন। কিন্তু যারা মূলত শখের বসে বই কেনেন, তারা বই যেটা ভালো লাগে সেটিই কেনেন। বইমেলায় এদের সংখ্যা বেশি হওয়ায় পুরাতন বইয়ের বিক্রি বেশি।

মূলমঞ্চের অনুষ্ঠান

মঙ্হলবার বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বেলাশেষের শহীদ কাদরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন তারানা নূপুর। আলোচনায় অংশগ্রহণ করেন শামস আল মমীন এবং আহমাদ মাযহার। সভাপতিত্ব করেন হাসান হাফিজ।

লেখক বলছি অনুষ্ঠান নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি হাসান হাফিজ ও গবেষক খান মাহবুব।

আগামীকাল অমর একুশে বইমেলার ১৯তম দিনে মেলা শুরু হবে বিকাল ৩টায় এবং শেষ হবে রাত ৯টায়।

বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ: রোকনুজ্জামান খান দাদাভাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন জুলফিকার শাহাদত। আলোচনায় অংশগ্রহণ করবেন শাহাবুদ্দীন নাগরী। সভাপতিত্ব করবেন সৈয়দ মোহাম্মদ শাহেদ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech