।।বিকে রিপোর্ট।।
শনিবার শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এদিন সকাল ১১টার পরিবর্তে দুপুর ২টার শুরু হবে অমর একুশে বইমেলার কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে এই পরিবর্তন বলে জানিয়েছেন একাডেমি কর্তৃপক্ষ।
শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রাতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে অমর একুশে বইমেলা শুরু হবে সকাল ১১টার পরিবর্তে দুপুর ২টায়। চলবে রাত ৯টা পর্যন্ত।
একই সঙ্গে সময় স্বল্পতার কারণে এদিন মেলায় থাকবে না পূর্বঘোষিত শিশুপ্রহর। তবে বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও কর্ম : সৈয়দ আলী আহসান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন কবি মুহম্মদ আবদুল বাতেন। আলোচনায় অংশগ্রহণ করবেন তারেক রেজা এবং মহিবুর রহিম। সভাপতিত্ব করবেন কবি আবদুল হাই শিকদার।