।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি)তে সদ্য নিয়োগ পাওয়া সাতজন সদস্য শপথ গ্রহণ করেছেন।
রবিবার ২ মার্চ সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়া সদস্যরা হলেন- অধ্যাপক ড. মো. শরীফ হেসেন, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দীন, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, মো. মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার এবং সাব্বির আহমদ চৌধুরী।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি কর্তৃক পিএসসিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ নম্বর অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। নতুন সদস্যরা দায়িত্ব নেওয়ার তারিখ থেকে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া, এই দুটির মধ্যে যা আগে ঘটে সেইসময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।।
এসময় আপিল বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা ও পিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।