শেখ হাসিনা ও আ. লীগের বিচারের দাবিতে নারী সমাবেশ

  • আপলোড টাইম : ০১:২৫ পিএম, রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
‘গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার’ দাবিতে ঐক্যবদ্ধ হতে সমাবেশের ডাক দিয়েছেন জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা।

রবিবার ফেব্রুয়ারী বিকেল ৩টায়, ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় যাদুঘরের সামনে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে নারী অধিকারকর্মীরা আওয়ামী সরকারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তুলে ধরবেন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানাবেন বলে জানা গেছে।

সমাবেশে যোগ দিতে সকল নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সমাবেশে যোগ দিতে সকল নারী সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে তারা একযোগে গণহত্যাকারী হাসিনা এবং আওয়ামী লীগের বিচার দাবি করেন।

পোস্টে বলা হয়েছে, খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই ঐক্যবদ্ধ। যাতে তারা একযোগে গণহত্যাকারী হাসিনা এবং আওয়ামী লীগের বিচার দাবি করেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/165i7yLdPy/  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech