শৈলকূপায় ৩০ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড ৫ হেক্টর কলাক্ষেত

  • আপলোড টাইম : ০৩:৫৮ পিএম, রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক।।
ঝিনাইদহ জেলার শৈলকূপায় মাত্র ৩০ সেকেন্ডের আকষ্মিক ঝড়ে ৫ হেক্টর জমির কলাক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে।

শনিবার ২২ ফেব্রুয়ারি বিকেলে সাড়ে ৪টার দিকে শৈলকূপা উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বাড়ি ও চাঁদপুর গ্রামে হঠাৎ ঝড় আঘাত হানে।

স্থানীয় কৃষকরা জানান, বিকেলে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ঝড়ে মাঠের কলাক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০ সেকেন্ড স্থায়ী ঝড়ের ত্ণ্ডাবে ওই এলাকার তামাক, কলা, বরই ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। আম ও লিচুর মুকুল ঝরে পড়েছে।

কৃষক আজিবার বিশ্বাস বলেন, বিকেল সাড়ে ৪টার পরে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ৩০ সেকেন্ডের মতো প্রবল ঝড়ে কলাগাছ সব ভেঙ্গে পড়েছে। তামাকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। কালবৈশাখী ঝড়ের মৌসুমের আগেই এরকম ঝড় আঘাত হানবে, আমরা বুঝতে পারিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, সামনে ঝড়ের মৌসুম। আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিয়েছি। কলাগাছে বাঁশের খুঁটি ব্যবহারের জন্য কৃষকদের কৌশল শিখিয়ে দিয়েছি। গতকালের আকষ্মিক ঝড়ে ৫ হেক্টর কলাক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তামাক, আমের মুকুলের ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech