পালিয়ে গিয়েও উসকানিমূলক কর্মকাণ্ড করছেন তারা: জামায়াত আমির

  • আপলোড টাইম : ১২:৫৬ পিএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড করছেন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

শুক্রবার ৭ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে অবস্থিত ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির শফিকুর রহমান বলেন, তাঁরা পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করতে মাঝেমধ্যে উসকানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। উসকানির কারণে দেশে যে পরিবেশেরই সৃষ্টি হবে, তার দায় উসকানিদাতাকেই নিতে হবে।

জামায়াতে ইসলামীর আমির বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে মন্তব্য করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল, তারা সব ক্ষতিগ্রস্ত করেছে। তারা পার্লামেন্ট, নির্বাহী বিভাগ, বিচার বিভাগসহ সবগুলোকে ধ্বংস করেছে। এরা সাড়ে ১৫ বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে।

এখন তারা পালিয়ে গেছে। (ভেবেছি) আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝেমধ্যে উসকানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেরকমই একটি বক্তব্য তারা কয়েকদিন আগে দিয়েছিলেন।

তিনি বলেন, হাজার হাজার মানুষ যারা গুম-খুন হলো, তারা যখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে; সেইসময় আবার আপনারা উসকানি দেন। এটা কি বাংলার মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং, উসকানির কারণে যে পরিবেশ সৃষ্টি হবে, তার সমুদয় দায় উসকানিদাতাদেরকেই নিতে হবে।

শফিকুর রহমান বলেন, গত ১৫ বছরে দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ক্ষমতায় থাকতে তাঁরা সুন্দর সুন্দর কথা বলতেন। তাঁরা পালিয়ে যাওয়ার পর আত্মগোপন ও জেলে ঢোকায় তাঁদের অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, জনগণের কাছ থেকে চুরি করে পাচার করা টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াত যদি এ দেশের মানুষকে খেদমত করার, সেবা করার সুযোগ পায়- তাহলে তারা সর্বপ্রথম হাত দেবে শিক্ষা ব্যবস্থায়। কারণ ওইটা শিক্ষা ব্যবস্থা নেই। যারা একটু শিক্ষিত হয়েছেন, তাদের মাঝে নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেট খালি করে সমস্ত অর্থ বিদেশে পাচার করে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা “চুরি-ডাকাতি-লুট করে বিদেশে পাচার করেছে”, তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার কথা বলেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতে ইসলামীর আমির আবদুল জব্বার। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন ও জেলার সেক্রেটারি হাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগরীর আমির নুরুল ইসলাম, সেক্রেটারি শফিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর মহানগরীর আমির সেলিম উদ্দিন, সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মঈন উদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার প্রমুখ।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech