।।বিকে রিপোর্ট।।
সাভারের আশুলিয়ার গোমাইল এলাকায় শবে বরাত উপলক্ষ্যে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে।
এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার ১৪ ফেব্রুয়ারী রাত সাড়ে নয়টার দিকে আমজাদ ব্যাপারীর বাড়িতে দিকে এই দুর্ঘটনা ঘটে।
সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধরা হলেন- সুমন মিয়া (৩০), সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও সুরাহা (০৩)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। শবে বরাত উপলক্ষ্যে তার ভাই সোহেল ও তার পরিবারের আরও সদস্যরা বেড়াতে আসে। সুমন বাড়িতে আসা অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করার জন্য আয়োজন করে। রাতে পিঠা বানাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সুমনের পরিবার ও অতিথিরাও সবাই দগ্ধ হয়।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার জানান, রাত সাড়ে ১০টার দিকে ১১ জন দগ্ধ রোগী তাদের হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে চারজন শিশু ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।