আসুন দেশকে এগিয়ে নিতে নতুন সংগ্রাম শুরু করি: মির্জা ফখরুল

  • আপলোড টাইম : ১১:৩৯ পিএম, রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গণতন্ত্রের কোনও বিকল্প নেই। আর সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে নির্বাচনই একমাত্র পথ, যা দিয়ে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। আর ঠিক এটাই ফুটবল, ক্রিকেট, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনকে আর সুশাসনকে বলুন সব ক্ষেত্রে এই একটাই পথ যেটার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে পারি। তাই আসুন আমরা সে লক্ষ্যে আরেকটি নতুন সংগ্রাম শুরু করি- বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার ১৬ ফেব্রুয়ারি বিকালে ঠাকুরগাঁওয়ের জেলা স্কুল বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, আজকে যে নামে টুর্নামেন্টটা হচ্ছে, জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেকে চেনে, আবার অনেকে জানে না আমাদের ছোট তরুণ প্রজন্ম। জিয়াউর রহমান এই বাংলাদেশে গণতন্ত্র এনেছেন এবং এই দেশের আমূল পরিবর্তন এনেছেন। মাঠে খেলাধুলার ক্ষেত্রে তার যে অত্যন্ত হস্তক্ষেপ ছিল উন্নত করার জন্য। সেটা আমরা আজও মনে করি, সেই জিয়াউর রহমানকে মনে করি।

মির্জা ফখরুল বলেন, যেভাবে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ তৈরি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে খেলাধুলা-সংস্কৃতি, আমাদের সামাজিকজীবন, শিক্ষা-স্বাস্থ্যক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই।

মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ বছর দেশের ওপর একটা স্বৈরশাসনের পাথর চেপে বসেছিল। তারা ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনসহ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। আজ তারেক জিয়ার দিকনির্দেশনায় এবং নিবিড় তত্ত্বাবধানে বরেণ্য ক্রীড়াবিদ আমিনুল দেশজুড়ে বিএনপির এই ফুটবল টুর্নামেন্ট চালু করেছেন, যা দেশে অব্যাহত থাকবে।

বিএনপি মহাসচিব বলেন, এটা একটা ইউনিক ব্যাপার, একটা রাজনৈতিক দল (বিএনপি), সে আজকে নেতৃত্ব দিচ্ছে ক্রীড়াঙ্গনে এবং সারা বাংলাদেশে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, তার মনিটরিংয়ে ও দিক নির্দেশনায় আজকে আমিনুল তার সহযোগীদের নিয়ে দেশব্যাপী এই টুর্নামেন্ট করছে।

অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার শৈশব-কৈশোর যৌবনের স্মৃতিবিজড়িত এই মাঠের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আজকে উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলা বিএনপি দল ও দিনাজপুর জেলা বিএনপি দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে বিএনপির দল অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি ঢাকা উত্তরের আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক, সাবেক সাফ ফুটবল জয়ী অধিনায়ক আমিনুল হক, কেন্দ্রীয় পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সাল আমীন, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ও পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, পল্লী ও সমবায়বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সৈয়দ রুম্মন বিল ওয়ালী সাব্বিরসহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech