শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে বরখাস্ত করা হয়েছে

  • আপলোড টাইম : ০৮:২৭ পিএম, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার  ১৭ ফেব্রুয়ারি তিনি সহ বিজেপির চার এমপিকে বরখাস্ত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলের নেতা শুভেন্দুসহ চর বিজেপি এমপিকে বিধানসভা থেকে এক মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো বরখাস্ত হলেন শুভেন্দু। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল থেকে বিধানসভার বাইরে কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।

শুভেন্দু ছাড়াও বরখাস্ত হওয়া বাকি এমপিরা হলেন- বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক এবং অগ্নিমিত্রা পাল।

এই সময় জানিয়েছে, বিধানসভায় বাজেট অধিবেশন চলছিল। গত সপ্তাহে রাজ্যের পক্ষ থেকে অর্ধবছরের বাজেট পেশ করা হয়েছে। এখন বাজেটের ওপর আলোচনা চলবে। সোমবার বিধানসভার অধিবেশন শুরু হলে হট্টগোল শুরু হয়। রীতিমতো তা একপর্যায়ে তর্কাতর্কিতে রূপ নেয়। এ সময় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা। অধিবেশনকক্ষে কাগজ (বিধানসভার কার্যসূচি) ছিঁড়ে বিক্ষোভ করেন তিনি। পরে ওয়াকআউট করেন বিজেপির এমপিরা।

আনন্দবাজার জানিয়েছে, এ ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুসহ চার এমপিকে বরখাস্তের প্রস্তাব জানানো হয়। পরে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ভোটাভুটির মাধ্যমে সবার সম্মতিক্রমে শুভেন্দুসহ চারজনকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে কয়েক দফায় বরখাস্ত হয়েছিলেন শুভেন্দু। ২০২২ সালে প্রথমে তাকে পাঁচ মাস, পরে এক মাস, এরপর আবার দুই মাস করে মোট আট মাস তাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech