।। বিকে ডেস্ক।।
সম্পাদকের দুটি কথা
অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা/সেই থেকে শুরু/সেই থেকে শুরু দিনবদলের পালা।’
গীতিকবির ভাষায় বাঙালি জাতির দিনবদলের পালা শুরু হয়েছিল যেদিন, বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় সেই অমর একুশে ফেব্রুয়ারি আজ।
মাতৃভাষাপ্রেমী বাঙালির ইতিহাসের পাতায় রক্তপলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তরঞ্জিত রাষ্ট্রভাষা অধিকারের পালা শুরু হয়েছিল এদিন। এইদিনে সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করি।
আজ শহীদ দিবস শুধু বাঙালীর নয়, সারা বিশ্বের। বাঙালির পাশাপাশি আজ বিশ্ববাসীও পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বিশ্বের নানাপ্রান্তে আজ উচ্চারিত হবে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।
একুশের চেতনায় শুধু একদিন নয়- উজ্জিবীত থাকুক সকলে সারাটি বছর, সারাটি জীবন।