চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  • আপলোড টাইম : ০৮:১৫ পিএম, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশের মতো চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।

শুক্রবার ২১ এর প্রথম প্রহরে  রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পুষ্পস্তবক অর্পণে মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর মধ্য দিয়ে চার বছর পর ফের চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হয়।

পরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান নগর বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ। চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech