চ্যাম্পিয়নস ট্রফি :ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

  • আপলোড টাইম : ০৫:২১ পিএম, রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে ‘এ’ গ্রুপে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান।

রবিবার ২৩ ফেব্রুয়ারী দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল।

বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হয়েছে। যেখানে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তান এ ম্যাচে ফখর জামানের জায়গায় একাদশে রেখেছে ইমাম-উল-হককে। চোটের কারণে ফখর ছিটকে গেছেন। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ী একাদশটাই অপরিবর্তিত রেখেছে ভারত।

পাকিস্তান আসরে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে শুরু করেছে। তবে ভারত ৬ উইকেটে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে।

পাকিস্তান দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে পাকিস্তান। চলতি রানরেট ৪.৩২।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech