বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা তৃতীয়: স্কোর ২১৭

  • আপলোড টাইম : ০৯:৫৯ এএম, বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান তৃতীয়। তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।

বুধবার ২৬ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

আন্তর্জাতিক এয়ার কোলালিটি ইনডেস্কে (একিউআই) তথ্যানুযায়ী, বুধবার তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লি শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ২৭০। অর্থাৎ সেখানকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার। যার স্কোর হচ্ছে ২৫৮ অর্থাৎ এই শহরের বায়ুর মানও ‘খুব অস্বাস্থ্যকর’।

সূচকে ২১৭ স্কোরে তৃতীয় অবস্থানে থাকার ঢাকার বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী- একিউআই স্কোর ০ থেকে ৫০ পরিচ্ছন্ন বায়ু হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘দূষিত বায়ু’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং সকল বয়সী নাগরিককেই বাসায় থাকতে বলা হয়। এই পরিবেশে সবাইকেই অফিস আদালতের কাজ করতে না করা হয়। ২০১ থেকে ৩০০ এবং এর উর্ধে  থাকা একিউআই ”একদম অস্বাস্থ্যকর” বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech