শেষ সময়ে ক্রেতাদের ভিড়ে জমজমাট মেলা প্রাঙ্গণ

  • আপলোড টাইম : ১১:৪২ এএম, বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: বিকে

।।মো. আকরাম হোসেন।।
অমর একুশে বইমেলা শেষ হতে আর বেশিদিন বাকি নেই। কয়েকদিন পরই নামবে বইমেলার পর্দা। শেষ সময়ে ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী বিকেলে সরেজমিনে দেখা যায়, ক্রেতারা এসেছেন, দেখেছেন, বইও কিনেছেন। অনেক দর্শনার্থী মেলা প্রাঙ্গণে আড্ডা দিচ্ছেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মেলায় বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। বিভিন্ন বয়সের মানুষের হাতেই ছিল বইয়ের ব্যাগ।

বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, বিভিন্ন বয়সি ক্রেতাদের ভিড়। বিশেষত বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তরুণ-তরুণীরা। কেউ এসেছেন পরিবার নিয়ে, বন্ধু-বান্ধবীর সঙ্গে, আবার কেউ এসেছেন প্রিয়জনকে সঙ্গে নিয়ে। স্টলগুলোতে বিক্রি বাড়ায় খুশি বইয়ের দোকানিরাও।

মেলার দর্শনার্থীরা জানান, কয়েকদিন পরে শেষ হয়ে যাবে মেলা। ফলে যারা নানা ব্যস্ততার কারণে এতদিন মেলায় আসতে পারেননি, তারাও শেষ সময় এসে নিজেদের পছন্দের লেখকের বই কিনছেন।

মেলার ২৩তম দিন ছিল আজ। এ দিন প্রকাশিত হয়েছে ৬৭টি নতুন বই। বইমেলার ২২তম দিনে ১১৪টি নতুন বই এসেছিল। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা ২ হাজার ৪২৮।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

এদিন বইমেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। বইমেলার মূলমঞ্চে ‘জুলাই অভ্যুত্থানে নারীরা: প্রিভিলেজের দায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিকেল ৪টায়। মির্জা তাসলিমা সুলতানা প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশগ্রহণ নেন শাওলী মাহবুব।

‘লেখক বলছি’ মঞ্চে আজ নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন লেখক ও গবেষক ড. সুকোমল বড়ুয়া এবং গবেষক তাহমিদাল জামি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

প্রসঙ্গত, এবারের বইমেলায় মোট ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান স্টল বরাদ্দ পেয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি; মোট ইউনিট ১০৮৪টি। মোট প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি; লিটল ম্যাগাজিন চত্বর সোহারাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুচত্বরে মোট প্রতিষ্ঠান ৭৪টি এবং ইউনিট ১২০টি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech