চার জিম্মির মরদেহ ফেরত দিল হামাস: ৬শ’ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল

  • আপলোড টাইম : ১০:৩৭ এএম, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
নানা নাটকীয়তা শেষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি চারজন নিহত জিম্মির দেহাবশেষ হস্তান্তর করেছে। যোদ্ধারা বৃহস্পতিবার ভোরে ইসরাইলের চার জিম্মির মরদেহ হস্তান্তর করে

দখলদার ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছে। এই চার মরদেহ হস্তান্তরের কিছুক্ষণ পরেই ইসরাইল পশ্চিম তীরে ৬শ’ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে।

পশ্চিম তীর থেকে এএফপি আজ এই খবর জানায়। ইসরাইলের কাছে হামাস যে চার জিম্মির মরদেহ হস্তান্তর করেছে, তারা হলেন ওহাদ ইয়াহালোমি, সাচি ইদান, ইতজিক এলগারাত ও সোলোমো মনসুর। ইসরাইলি গণমাধ্যম তাদের পরিচয় নিশ্চিত করেছে।

দ্য টাইমস অব ইসরায়েল সংশ্লিষ্টদের বরাতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের চূড়ান্ত বিনিময়ের অংশ হিসেবে বুধবার গভীর রাতে হামাস ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তর করে। যখন তাদের মরদেহ ইসরায়েলে পৌঁছাচ্ছিল তখন রাত ১টার দিকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বাসে তুলে দেওয়া হচ্ছিল।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস ঘোষণা করেছে, রেড ক্রস জিম্মির মৃতদেহগুলো ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করেছে। যা প্রাথমিক ফরেনসিক পরীক্ষার জন্য তাদের কেরেম শালোম ক্রসিংয়ে নিয়ে আসা হয়। সে সঙ্গে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়টিও নিশ্চিত করা হয়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, চার জিম্মির মরদেহবাহী কফিন তারা পেয়েছে।

রামাল্লা থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকরা জানান, তারা ৬শ’ জনের বেশি ফিলিস্তিনি কারাবন্দীর দলকে বাস থেকে নেমে যেতে দেখেছেন। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে। অনেক নারীকে আনন্দে কাঁদতেও দেখা যায়।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গত শনিবার ছয় ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। তাদের সঙ্গে চার জিম্মির মৃতদেহও হস্তান্তর করে। বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেয়ার কথা ছিল ইসরাইলের। কিন্তু মুক্তি দেয়ার সময় হামাস জিম্মিদের সঙ্গে ‘অসম্মানজনক আচরণ’ করছে অভিযোগ তুলে বন্দীদের মুক্তি স্থগিত করে ইসরাইল।

হামাসের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে সেদিন বলা হয়েছিল, আগে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দিতে হবে। এরপরই কেবল গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইলের সঙ্গে আলোচনা করবে হামাস।

এ নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলো দুপক্ষের সঙ্গে আলোচনা করে। অবশেষে নির্ধারিত সময়ের কয়েক দিন পর এ বিনিময় হলো। চুক্তি অনুযায়ী, ইসরায়েলের কারাগার থেকে এ দফায় ৬২০ ফিলিস্তিনি মুক্তি পেলো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech