।।বিকে রিপোর্ট।।
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে ২২ শর্তসাপেক্ষে জাতীয় নাগরিক পার্টিকে মানিক মিয়া এভিনিউ’তে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি)।
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে গতকাল থেকেই সংসদ ভবনের সামনের সড়ক ও ফুটপাতে চলছে বিশাল কর্মযজ্ঞ। চলছে মঞ্চ তৈরির কাজ। মঞ্চ তৈরির পাশাপাশি শৌচাগার ও বিভিন্ন বুথ নির্মাণের কাজও চলেছে। এই অনুষ্ঠানে মেডিকেল টিমও থাকবে। সার্বক্ষণিক রাখা হচ্ছে পানির ব্যবস্থাও। নারীদের নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা।
আয়োজকরা জানান, নতুন ঘোষণাকে কেন্দ্র করে ৫ লাখের বেশি জমায়েত হবে। ঢাকা মহানগর পুলিশের অনুমতি নেওয়া হয়েছে। সেখানে তিন স্তরের নিরাপত্তা থাকবে।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই নতুন রাজনৈতিক দল। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে দলটির নামও। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বেই আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নাম হবে ‘বাংলাদেশ নাগরিক পার্টি’।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।