অমর একুশে বইমেলা : বাজছে বিদায়ের সুর

  • আপলোড টাইম : ১২:০৬ পিএম, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।মোঃ আকরাম হোসেন।।
অমর একুশে বইমেলার ২৭তম দিন ছিল বৃহস্পতিবার। মাত্র একদিন পরই শুক্রবার পর্দা নামবে বাঙালির প্রাণের এ উৎসবের।

রোজাসহ পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিবেচনায় এবার বইমেলার সময় বাড়ানো হচ্ছে না বলে জানা গেছে। ফেব্রুয়ারি মাসের শেষদিনই এবারের বইমেলার শেষ দিন।

বাংলা একাডেমির প্যাভিলিয়ন থেকে ২০২৪ সালে মেলায় এক কোটি ৩৬ লাখ টাকার বই বিক্রির তথ্য দেওয়া হয়েছিল। এর আগের বছর তা ছিল এক কোটি ৩৩ লাখ টাকার বই৷ এবার বাংলা একাডেমির স্টল থেকে কত টাকার বই বিক্রি হল, তা জানা যাবে মেলার সমাপনী অনুষ্ঠানে।

শুক্রবার বিকেল ৫টায় সমাপনী আয়োজনে বইমেলার প্রতিবেদন প্রকাশ করবে মেলা পরিচালনা কমিটি।

বইমেলায় ২০২৪ সালে নতুন বই প্রকাশের সংখ্যা ছিল তিন হাজার ৭৫১টি। এর আগের বছর প্রকাশ হয়েছিল তিন হাজার ৭৩০টি। এবারের বইমেলায় বৃহস্পতিবার ২৭তম দিন পর্যন্ত নতুন বই প্রকাশের সংখ্যা দুই হাজার ৯৬৪টি। ফলে এবারের মেলায় অন্তত পাঁচ শতাধিক কম বই প্রকাশ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার মেলায় নতুন বই এসেছে ১৭৬টি।

এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘একটি অভ্যুত্থানের জন্ম ও আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রেজাউল করিম রনি। আলোচনায় অংশ নেন সৈয়দ নিজার। সভাপতিত্ব করেন কাজী মারুফ।

সপ্তাহের শেষদিন বিকেল থেকেই জনসমুদ্রে পরিণত হয় বইমেলা। মেলা ঘুরে ঘুরে প্রায় প্রত্যেকেই হাতেই বই দেখা গেছে। তবে প্রকাশকরা বলছেন, এদিন বিক্রি ভালো হলেও নানা কারণে এ বছর প্রত্যাশা অনুযায়ী তাদের বিক্রি হয়নি। তাছাড়া নানা বিতর্ক মেলার সৌন্দর্য নষ্ট করেছে।

কোনো কোনো প্রকাশক বলেছেন, তাদের বিনিয়োগ উঠে আসা নিয়েও সংশয় তৈরি হয়েছে। মেলার শেষ সপ্তাহে বিক্রি বাড়ায় কিছুটা হলেও তারা পোষাতে পেরেছেন। শেষদিন আরও বিক্রি হবে বলে তারা আশাবাদী।

বৃহস্পতিবার ক্রেতা-পাঠকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা নানা ব্যস্ততার কারণে মেলায় আসতে পারেননি, তারা পরিবার-পরিজন নিয়ে হাজির হয়েছেন। এদিনও নানা সাজে তরুণ-তরুণীর ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শুক্রবার বইমেলার সমাপনী দিনে মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।

সমাপনী অনুষ্ঠানে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫, সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ও শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech