সৌদিতে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে : প্রথম রোজা ১ মার্চ শনিবার থেকে

  • আপলোড টাইম : ০৯:৪০ পিএম, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।

সে অনুযায়ী দেশটিতে শনিবার ১ মার্চ থেকে শুরু হবে রোজা। সৌদির মুসলিম নাগরিকেরা এদিন প্রথম রোজা পালন করবেন।

গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

হারামাইনের এক্স হ্যান্ডলে এক পোস্টেও এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে। ১৪৪৬ হিজরি সনের রমজান মাস আজ রাত থেকে শুরু হবে।

পোস্টে আরও বলা হয়, আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করুন এবং এই পবিত্র মাসের মূল্যবান সময়কে তার সন্তুষ্টির জন্য কাজে লাগানোর ক্ষমতা দিন। আমিন।

উল্লেখ্য, সৌদিতে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এরমধ্যে রাজধানী রিয়াদের কাছের সুদাইর এবং তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করা হয়। তবে তুমাইরে বিকেল থেকেই আকাশ মেঘলা হওয়া শুরু করে। এতে করে সেখান থেকে খালি চোখে চাঁদ দেখা কষ্টকর হয়ে পড়ে।

কিন্তু সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের কাছের আকাশ কিছুটা পরিস্কার ছিল। সেখানে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান শুরু হয়।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে জানায়, পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সূর্য অস্ত গেছে, তবে ওই অঞ্চলে চাঁদ দেখা যায়নি। কিন্তু ওই সময়ও দেশের অন্য পর্যবেক্ষণ কেন্দ্রে অনুসন্ধান অব্যাহত থাকে। এরপর ৫টা ৫৭ মিনিটে তারা চাঁদ দেখতে পাওয়ার খবর দেয়।

এ বছর চাঁদ দেখে বিশ্বে সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। এদিকে ওমানের চাঁদ দেখা কমিটি সেদেশে চাঁদ দেখার খবর জানিয়েছে। দেশটিতেও ১ মার্চ অর্থাৎ শনিবার থেকে রোজা শুরু হচ্ছে। 

যদিও ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে ২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে। এছাড়া ফিলিপাইনও পরবর্তীতে জানায়, তাদের এখানেও আজ রাতে চাঁদ দেখা যায়নি।

অপরদিকে আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায় রমজানের চাঁদ দেখা যায়। এছাড়া ফ্রান্সও কাল শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেয়।

বিশ্বের অন্যান্য দেশের মধ্যে জাপানও রমজান শুরুর দিন ঘোষণা করেছে। দেশটিতে রবিবার অর্থাৎ ২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। শুক্রবার জাপানে চাঁদ দেখা যায়নি। ফিলিপাইন ও মালয়েশিয়াতেও রবিবার থেকে রোজা শুরু হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech