মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ :এবার যোগ্যরাই পাবেন স্বাধীনতা পুরস্কার

  • আপলোড টাইম : ১২:১৯ পিএম, সোমবার, ৩ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক ও মুক্ত চিন্তার প্রতিচ্ছবি হিসেবে পরিচিত আবরার ফাহাদকে নিজ ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করে পতিত সরকারের ছাত্র সংগঠনের কিছু সদস্য।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবরার ফাহাদের স্বাধীনতা পদক প্রাপ্তিসহ তার আত্মত্যাগকে স্বরণ করে একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি পোস্টে লেখেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। তার নির্মম মৃত্যু সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতীক হিসেবে স্মরণ করা হয় তাকে।

এরআগে, গতকাল শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন- চলতি বছর ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। দেশের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর ব্যতিক্রম কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে।

এর আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সচরাচর এই ধরনের সিদ্ধান্ত নেয়নি কোনো সরকার। তবে এবছর কারা বা কতজন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তা জানাননি তিনি।

রবিবার ২ মার্চ সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

তিনি আরও বলেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য তা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে।

জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য ও আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জাতীয় জীবনের সর্বোচ্চ স্বীকৃতি স্বাধীনতা পুরস্কার এবার দেওয়া হচ্ছে দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে, শুধুমাত্র যোগ্যদের। এ বছর ১০ জনেরও কম বিশিষ্ট ব্যক্তি এই মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন।

আসিফ নজরুল বলেন, অতীতে অনেক বিতর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল, এমনকি র‍্যাবের মতো প্রতিষ্ঠানও এই পুরস্কার পেয়েছে। তবে এবার সেই ধারা থেকে সরে এসে প্রকৃত যোগ্যদের স্বীকৃতি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আপনারা একুশে পদকের মনোনয়ন দেখে খুশি হয়েছেন, এবার স্বাধীনতা পুরস্কার দেখে আরও খুশি হবেন। মনে হবে, আমরা পুরস্কার দিতে পেরে ধন্য হয়েছি।

তিনি জানান, এবারের মনোনয়ন তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা জীবনব্যাপী অসামান্য অবদান রেখেছেন কিন্তু এত বছরেও কোনো জাতীয় পুরস্কার পাননি।

তিনি আরও উল্লেখ করেন, এবারের স্বাধীনতা পুরস্কার অনন্যধর্মী হতে চলেছে এবং ভবিষ্যতে এ ধরনের পুরস্কার দেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech