ঝিনাইদহ জেলার শৈলকুপায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের লাঙ্গলবাঁধ বাজার শাখার অধীনে পরিচালিত এ উপশাখাটি ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা অঞ্চলপ্রধান আহমেদ আশিক রাজী। এছাড়া, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুল ইসলাম, লাঙ্গলবাঁধ বাজার শাখার ব্যবস্থাপক মো. আব্দুল করিম, শৈলকুপা উপশাখার ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
এই উপশাখার মাধ্যমে গ্রাহকরা এখন থেকে আমানত, বিনিয়োগ, রেমিট্যান্সসহ সকল ধরনের ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।