মাঘ মাসের মাঝামাঝিতে দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ বজলুর রশীদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্র-শনিবার সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।
“এটা এক-দুইদিন থাকবে। এ সময় তাপমাত্রা বাড়তে পারে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবার কমবে।”
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আর শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস এসেছে আবহাওয়ার পূর্বাভাসে।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় দিনাজপুরে। এসময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।